Home সংবাদবর্তমান ঘটনা সামাজিক মাধ্যমে মোদির প্রোফাইল ছবিতে তেরঙ্গা

সামাজিক মাধ্যমে মোদির প্রোফাইল ছবিতে তেরঙ্গা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:স্বাধীনতার ৭৫ বছর। এবছর ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তী।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটার প্রোফাইলের ছবিতে রেখেছেন তেরঙ্গা। মঙ্গলবার সকালেই মোদি টুইট করেছেন, “আজ ২ আগস্ট। আমরা আজাদি কা মহোৎসব পালন করছি। আমরা প্রস্তুত হর ঘর তিরঙ্গা-র জন্য।”

তারপরেই মোদি লিখেছেন, তিনি নিজে তাঁর সামাজিক মাধ্যমের ডিপি বদলেছেন, বাকিদের আহ্বান জানিয়েছেন ছবি বদলের জন্য। মোদির ডাকে সাড়া দিয়ে আজ কয়েক ঘন্টাতেই বদলে গিয়েছে সামাজিক মাধ্যমের চেহারা। একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রী নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইলের ছবি বদলে তেরঙ্গা পতাকার ছবি দিয়েছেন। ছবি বদলে গিয়েছে খাস অমিত শাহের প্রোফাইলেরও।

৩১ জুলাই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন, জানিয়েছিলেন, ‘২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশবাসী নিজেদের সামাজিক মাধ্যমের ডিপি বদলে ফেলুন।’ নিজেদের ছবির পরিবর্তে তেরঙ্গা রাখার আর্জি জানিয়েছিলেন তিনি।

Topics

National Flag  PM Modi Social Media  Administration Kolkata

Related Articles

Leave a Comment