Home রাজনৈতিক তেজস্বী যাদবের নিশানায় এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

তেজস্বী যাদবের নিশানায় এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন ওড়িশার মেয়ে দ্রৌপদী মুর্মু। এদিকে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হলেন তৃণমূলের প্রাক্তন সহসভাপতি যশবন্ত সিনহা। এবার সর্বসম্মত বিরোধী প্রার্থীর পক্ষে সুর চড়ালেন রাষ্ট্রীয় জনতা দল দলের নেতা তেজস্বী যাদব। তিনি পাশাপাশি এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কটাক্ষও করেন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি ভবনে তাঁরা কোনও মূর্তি চান না।

রাষ্ট্রীয় জনতা দলের নেতা শনিবার বলেন, “আমরা রাষ্ট্রপতি নির্বাচন করছি। কিন্তু রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি চাই না। প্রচারে বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহাকে কথা বলতে সকলেই শুনেছেন। কিন্তু শাসক দলের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে কোনও কথা বলতে শোনা যায়নি। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে তিনি করেননি একটি সাংবাদিক সম্মেলনও”। এই উক্তি করে আসলে তেজস্বী দ্রৌপদী মুর্মুকে মূর্তির সঙ্গে তুলনায় টেনেছেন বলে জল্পনা বাড়িয়েছে।

আরও পড়ুনঃ উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হলেন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা

 

দ্রৌপদী মুর্মুকে নিয়ে আরজেডি প্রধানের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল। তেজস্বীর মন্তব্য আদিবাসী বিরোধী এবং নারী বিরোধী মানসিকতার প্রতিফলন বলে অভিযোগ করেন বিহার বিজেপি প্রধান।

Related Articles

Leave a Comment