Home আন্তর্জাতিক সংবাদ Nepal:৫ ঘণ্টা পর খোঁজ মিলল নেপালের নিখোঁজ বিমানে

Nepal:৫ ঘণ্টা পর খোঁজ মিলল নেপালের নিখোঁজ বিমানে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:হারিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর খোঁজ মিলল নেপালের সেই বিমানের।মুস্তাঙ্গের লার্জুঙ্গে খোঁজ মিলল তারা এয়ারের বিমানের ধ্বংসাবশেষ। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে পাঠানো যাচ্ছে না হেলিকপ্টার। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশের উদ্ধারকারী দল।

 

চার ভারতীয়-সহ বিমানের ২২ জন আরোহীরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে ৩ জন জাপানের নাগরিকও ছিলেন। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।  শেষবার বিমানটিকে দেখা যায় জমসমের আকাশে। বিমানটি ধৌলাগিরি পর্বতের দিকে অভিমুখ বদল করে। তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে।

আরোও পড়ুন: ‘সীমা ছাড়িয়েছেন এক সাংসদ’, Abhishekকে আক্রমণ রাজ্যপালের

উল্লেখ্য, পোখরা থেকে জমসনগামী তারা এয়ার সংস্থার ওই বিমানটিতে মোট ২২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের তালিকায় রয়েছেন চারজন ভারতীয় এবং তিনজন জাপানি নাগরিক। জার্মান নাগরিকও ছিলেন ওই বিমানে। এছাড়াও একাধিক নেপালের বাসিন্দা ছিলেন ওই বিমানে। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Comment