নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী
আজ নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানাচ্ছে দেশের গণ্যমান্য ব্যাক্তি থেকে শুরু করে একাধিক মানুষ। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে এক রহস্যের কথা বলতে গিয়ে কেন্দ্রকে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কোথায় হারিয়ে গেলেন নেতাজি? কোন অন্ধকারে? কীভাবে যে হারিয়ে গেলেন, এখনও জানা নেই। তাঁর মৃত্যুদিনও আমরা জানতে পারলাম না। আমাদের কাছে তাঁর তথ্য সম্বলিত যা ফাইল ছিল, সেই ৬৪ ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি। কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।”
দেশনায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে এক রহস্যের কথা বলতে গিয়ে কেন্দ্রকে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা
মঙ্গলবার,নেতাজির জন্মবার্ষিকীতে রেড রোডে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠান। নেতাজির মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় রাজ্য সরকারের তরফে। সেখানে প্রতিবারই নিজে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রতিবারের মত এবারও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই এবার দেশনায়ককে নিয়ে কেন্দ্রের উদাসীনতাকে খোঁচা মুখ্যমন্ত্রীর। এদিন তিনি নীতি আয়োগকেও দুষলেন পাশাপাশি। তাঁর কথায়, ”আগে প্ল্যানিং কমিশন ছিল। সেখানে ভালো কাজ হতো। কিন্তু এখন হয়েছে নীতি আয়োগ। যার কোনও নীতি নেই, আয়োগ নেই। মোমের পুতুলের মতে।”