Home বিনোদন হানিমুনে রোম্যান্স করতে গিয়ে গ্রেফতার, তারপর !

হানিমুনে রোম্যান্স করতে গিয়ে গ্রেফতার, তারপর !

by Soumadeep Bagchi

বিয়ের পর পদবি পরিবর্তন করা আজও খুব জরুরি। সমাজের এই প্রাগঐতিহাসিক নিয়ম যে আজকের এই ঊনবিংশ শতাব্দীতেও কিভাবে মানুষকে তাদের হানিমুনের দিনও বিপদে ফেলতে পারে তা নিয়ে আসতে চলেছে নতুন ছবি ‘কুলের আচার’। এই কুল আমাদের পছন্দের কুল (ফল) নাকি বংশ মর্যাদার আচার সেটাই এখন দেখার। 

 

 পদবি নিয়ে যত ঝামেলা । যাকে বলে ‘পদবির পদাবলী’। বিয়ের পর পদবি বদলাতে চায় না মিঠি । আর তাতেই শ্বশুরবাড়ির আপত্তি । বৌমার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ শ্বশুর-শাশুড়ি । কিন্তু, একটা সময় বদলে যায় শাশুড়ির ধারণা । পদবির মধ্যে দিয়ে নিজের সত্তাকে ফিরে পাওয়ার লড়াই শুরু হয় শাশুড়ি-বৌমার । মুক্তি পেল এসভিএফ-এর নতুন ছবি ‘কুলের আচার’-এর ট্রেলার । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায় ।

শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার । এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার । ইন্দ্রাণীর বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে । ১৫ জুলাই মুক্তি পাচ্ছে এই সিনেমা ।

 

ট্রেলারের প্রথমেই দেখা গেল সদ্য বিয়ে হয়েছে মিঠি ও প্রীতমের । হানিমুনে গিয়েছেন তাঁরা । আর সেখান থেকেই শুরু পদবীর সমস্যা । শ্বশুরবাড়িতে পদবী না বদলানোর নিয়ে নিজের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেয় মিঠি । কিন্তু, মেনে নেয় না শ্বশুর-শাশুড়ি । 

 

আরও পড়ুনঃ মমতার একটি ভিডিও টুইটারে আপলোড করে তোপ দাগলেন শুভেন্দু

 

কিন্তু, লড়াই চালিয়ে যায় মিঠি । হঠাৎ একদিন বদলে যায় শাশুড়ি-বৌমার সমীকরণটা । পদবী বদলানোর লড়াইয়ে সামিল হন শাশুড়িও । একসময় দুজনে বন্ধু হয়ে ওঠে । এরই মাঝে রয়েছে নানা মজা- চমক । শেষ পর্যন্ত, কি লড়াইয়ে তাঁরা জিততে পারবেন ? এই ‘কুলের আচার’-এক স্বাদ টক-ঝাল নাকি মিষ্টি হবে ? তার জন্য ১৫ জুলাইয়ের অপেক্ষা করতেই হবে ।

Related Articles

Leave a Comment