Home সংবাদবর্তমান আপডেট CPI (Maoist): তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুতে মাওবাদী ডেরায় তল্লাশি এনআইএ-র, কি কি মিলল সেখানে?

CPI (Maoist): তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুতে মাওবাদী ডেরায় তল্লাশি এনআইএ-র, কি কি মিলল সেখানে?

by Web Desk
CPI (Maoist): তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুতে মাওবাদী ডেরায় তল্লাশি এনআইএ-র, কি কি মিলল সেখানে?

গোপন ডেরায় রাতভর অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (NIA)

ধৃত নেতাকে জেরা করে পাওয়া হয় খবর আর তারপরই নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর গোপন ডেরায় রাতভর অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবার তেলঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরলের ছ’টি ঠিকানায় মাওবাদীদের গোপন ডেরায় তল্লাশি অভিযান হয়।

এনআইএ-র ওই সূত্রের দাবি, এক শীর্ষ স্তরের মাওবাদী নেতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। হায়দরবাদের দু’টি এবং চেন্নাই, ঠাণে, মালাপ্পুরম এবং পালাক্কাড়ের একটি করে ঠিকানায় হানা দেন তদন্তকারী আধিকারিকেরা। এই হানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র, প্রচার-পুস্তিকা, মোবাইল, সিমকার্ড এবং নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা। আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে।

উল্লেখ্য তেলঙ্গানার সাইবারাবাদ পুলিশ সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় দীপক রাওকে গ্রেফতার করেছিল। পরে সেই  মামলাটি এনআইএ-র কাছে যায়। সঞ্জয়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই হয় অভিযান। সিপিআই (মাওবাদী)-এর একটি দলছুট গোষ্ঠী ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (‘ঝাড়খণ্ড লিবারেশন টাইগার্স’ বা পিএলএফআই নামে পরিচিত)-র বিরুদ্ধেও দেশ জুড়ে অভিযান চালিয়েছিল এনআইএ।

Related Articles

Leave a Comment