Home সংবাদসিটি টকস ফের নক্ষত্রপতন !প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

ফের নক্ষত্রপতন !প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ৫ মিনিটে কলকাতার বাড়িতেই জীবনাবসান হয়েছে সঙ্গীতশিল্পীর। বয়স হয়েছিল ৮৪ বছর। চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নির্মলা মিশ্রের।

চিকিৎসক আরও জানিয়েছেন, এর আগেও একাধিক বার, তিন থেকে চার বছরে ১০ থেকে ১৫ বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নির্মলা মিশ্র। অন্তত তিনবার তাঁর স্ট্রোক হয়েছিল। হার্ট অ্যাট্যাকও হয়েছিল দু’বার। তবে বার্ধ্যক্যজনিত অসুস্থতা নিয়ে বারবার হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন তিনি।

‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখিরে’-র মতো জনপ্রিয় বাংলা গানের শিল্পী নির্মলা মিশ্র। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগে নির্মলা মিশ্রের গানও মন কেড়ে নেয়।

Topics

Nirmala Mishra Singer Music Entertainment Kolkata

Related Articles

Leave a Comment