Home সংবাদসিটি টকস হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন

হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার ডোমজুরের প্রায় ১১ ঘণ্টা রাস্তা অবরোধ হয়েছিল। শুক্রবারও হাওড়ার বিভিন্ন প্রান্তে অশান্তি। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। আজ রাত ১০টার মধ্যে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন তিনি। আর তার মধ্যেই এবার বড় সিদ্ধান্ত নিল প্রশাসন।

হাওড়া কমিশনারেট ও গ্রামীণে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রতিবাদের আঁচ যাতে দাবানলের মতো না ছড়ায়, তার জন্য আগামী ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবরোধ না করার আবেদন জানিয়েছিলেন বিক্ষোভকারীদের। কিন্তু তাঁর আবেদনে সাড়া মেলেনি। শুক্রবার ফের রেল-রাস্তা অবরোধ করে সাধারণ মানুষজনের দুর্ভোগ বাড়ায় বিক্ষোভকারীরা। এদিন উলুবেরিয়া, পাঁচলায় দফায় দফায় অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদীরা। পুলিশকে লক্ষ্য করে হয় ইটবৃষ্টিও। ডোমজুড় থানা চত্বরে আবার আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় ব়্য়াফ। একাধিক ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত, উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি-র গ্রামীণ হাওড়া পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়াও এক বিজেপি কর্মীর হোটেলে ভাঙচুর এবং লুঠপাট চালায় বলে অভিযোগ। হোটেলের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী, হাওড়া ডোমজুড় থানায় আক্রমণ করে বিক্ষোভকারীরা।

Related Articles

Leave a Comment