Home সর্বশেষ সংবাদ Anupam Hazra:অর্জুনের পর এবার বেসুরো অনুপম হাজরা

Anupam Hazra:অর্জুনের পর এবার বেসুরো অনুপম হাজরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বেসুরো অনুপম।ফেসবুকে নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগলেন অনুপম হাজরা। জল্পনার অবসান ঘটিয়ে রবিবাসরীয় বিকেলে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন অর্জুন সিং।

দলবদলের ফলে বঙ্গের পদ্ম শিবিরের ক্ষতি হয়েছে এমনই মত অনুপম হাজরার। ফেসবুকে পোস্ট করে তাঁর মন্তব্য, “কেউ দল ছাড়লেই “এতে কোনও ক্ষতি হবে না” বা “গুরুত্ব দিতে নারাজ” বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে “ক্ষতি যে কিছুটা হয়ে গেল” সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!!!

 

 

কিন্তু কেউ নিতান্তই নিজের ব্যক্তি-স্বার্থ-চরিতার্থ করার বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে, সেটাকে গুরুত্ব না দেওয়াই ভাল!!! বাস্তবটাকে অস্বীকার করে কোনও লাভ নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি!!! অল ইজ ওয়েল বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে দেখতে ভাল লাগলেও, বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে!!”

 

আরও পড়ুনঃ Governor:শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল

 

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়ের পর অর্জুন সিংহ বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে, বিজেপির ১৮ সাংসদের মধ্যে দু’জন এখন তৃণমূলে। যদিও বাবুলের মতো সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দলত্যাগ করেননি অর্জুন। এমনকি, বিজেপির রাজ্য সহ-সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, এমন খবরও পাওয়া যায়নি। তবে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে ব্যারাকপুরের সাংসদ বিজেপিকে তোপ দাগেন। জানান, ফেসবুক পোস্ট করে সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। যদিও অনুপম হাজরা দলের সংগঠনের সমস্যার সমালোচনা করলেন সেই ফেসবুকেই।

Related Articles

Leave a Comment