Home বিনোদনবলিউড Bollywood -এর খবর এক নজরে

Bollywood -এর খবর এক নজরে

by Soumadeep Bagchi

জল্পনার অবসান সোনাক্ষীর

জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ঠিকই। তবে সাতপাক ঘুরে নয়। পেশাগত ক্ষেত্রে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়ে।শত্রুঘ্ন সিনহার কন্যা এখন আর শুরু অভিনেত্রী নন। একজন ব্যবসায়ীও বটে। একটি ভিডিয়োয় সে কথাই বুধবার ঘোষণা করেছেন ইনস্টাগ্রামের মাধ্যমে। নখের প্রসাধনীর ব্র্যান্ড শুরু করেছেন সোনাক্ষী। নাম SOEZI। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নানা রঙের নেল পালিশের সম্ভার। নিজের ব্র্যান্ডের জন্য মডেল হিসেবে দেখা দিলেন বলিউডের এই তারকা-সন্তান।

সারা-র নতুন অ্যাডভেঞ্চার

কাজের ফাঁকে মাঝে মাঝেই ঘুরতে চলে যান সারা আলি খান। কিছুদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন সারা, এবার ফের পাহাড়ের কোলে দেখা মিলল নায়িকার। কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নায়িকা। মেরুন ট্র্যাকস্যুট সঙ্গে ম্যাচিং জ্যাকেট, হাতে লাঠি। তাঁর পোশাক দেখেই বোঝা যাচ্ছে ট্রেকিংয়ে গেছেন সারা।

আরও পড়ুনঃ Wheat Export:গম রফতানি বন্ধ করার ঘোষণা করল রাজ্য সরকার

 

বিগবিকে প্রশ্ন কঙ্গনার

কঙ্গনা রানাওয়াতের আসন্ন ছবি ধকাড় এখন শুধু মুক্তির অপেক্ষা। ছবির টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তবে ছবি মুক্তির আগেই তৈরি হয়েছে বিতর্ক। কারণ ছবির টিজার শেয়ার করেও ডিলিট করে দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন।এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে কঙ্গনা বলেন যে তিনি ভাবছেন কার চাপে পড়ে এই পোস্ট অমিতাভ বচ্চনকে ডিলিট করতে হল। ঠিক কী কারণে তিনি এই পোস্ট ডিলিট করলেন তা কখনওই পরিস্কার করে বলতে পারবেন না বলেও জানান তিনি।কঙ্গনা বলছেন, “লাইক ডিজলাইক অনেকেই করে। কিন্তু এটা খুবই অদ্ভুত যে মিস্টার বচ্চন টিজারটা শেয়ার করেও ডিলিট করে দিলেন পাঁচ-দশ মিনিটের মধ্যেই। ওনার মতো মানুষের উপর কার চাপ থাকতে পারে! আমি জানি না। খুবই জটিল লেগেছে আমার।” কঙ্গনা বলছেন, “মানুষের মধ্যে নিরাপত্তাহীনতাও রয়েছে। একজন শক্তিশালী অভিনেতাই নয়। এই অভিনেতারা সবাই আমার কাজ ও পরিশ্রমকে কেন উৎসাহ দিতে পারে না!”

আদালতের দ্বারস্থ জ্যাকলিন

 

ভারত ছেড়ে বিদেশে যাওয়ার অনুমতি নেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের।
২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই, একাধিকবার ইডি-র জেরার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এই মামলা এখনও মেটেনি। এখনও তদন্ত চালাচ্ছে ইডি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ ছাড়ার অনুমতি নেই তাঁর। এবার ভারতের বাইরে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলেন জ্যাকলিন।সূত্রে খবর, ভারতের বাইরে ১৫ দিন থাকার জন্য দিল্লি আদালতে আবেদন করেছেন জ্যাকলিন। করোনা আবহে দুই বছর পর আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে। চলতি বছরে তা অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত জ্যাকলিনও। সম্ভবত সেখানে পারফর্ম করতেও দেখা যাবে তাঁকে। অনুষ্ঠানে যোগ দিতেই আদালতের কাছে অনুমতি চেয়েছেন তিনি।

Related Articles