Home বিনোদনবলিউড বলিউডের খবর এক নজরে

বলিউডের খবর এক নজরে

by Soumadeep Bagchi

ফের বলিউডকে আক্রমণ কঙ্গনার অভিনেত্রী কঙ্গনা রানাউত ব্যস্ত ছবি ‘ধাকড়ের’ প্রমোশনে।

 

 

গতকালই সলমন খান তার ছবির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। কঙ্গনার সঙ্গে বলিউডের সকলের সম্পর্ক ঠিক কতটা আদায় কাঁচকলায় এই সম্পর্কে অনেকেই জানেন। অভিনেত্রী জানান, এমন অনেক তারকা কিংবা অভিনেতারা রয়েছেন যারা তার সঙ্গে কাজ করতে একেবারেই আগ্রহী নন বরং ভয়ে পিছিয়ে যান? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়েই মুখ খোলেন কঙ্গনা। তাকে জিজ্ঞেস করা হয়, বলিউডের অন্যান্য তারকাদের থেকে একেবারেই দূরে দূরে থাকেন তার কী একা লাগে না? অভিনেত্রী বলেন, “আমার সবথেকে বেশি সমস্যা হয় যখন ছবির জন্য কাস্টিং করা হয়। লোকজন আমার স্বভাব-প্রতিক্রিয়াকে ভয় পায়। এবং তারা সকলেই একটি নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত। আমার সঙ্গে কাজ করলে তারা সেই দল থেকে বাদ পড়বে কিংবা তাকে বয়কট করা হবে এই ভয়ই গ্রাস করে তাদের।” শুধু সিনেমাই নয়, প্রমোশন চলাকালীনও যদি কেউ কঙ্গনার সঙ্গে দেখে নেয় তবে ঘোরতর সমস্যায় পড়বেন – এমন স্বীকারোক্তিও শুনেছিলেন তিনি।

 

নতুন রূপে সালমান খান

 

‘কভি ঈদ কভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউডের ভাইজান। হাতে লোহার রড, চোখে চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুল – সলমনকে যেন চেনা দায়। ক্যাপশনে লিখলেন, আমার নতুন ছবির শুটিং শুরু হল। কিছুদিন আগেই পূজা হেগ্রে জানিয়েছিলেন সলমনের পরবর্তী ছবির সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। চেহারায় তীব্রতা স্পষ্ট, আন্দাজ করা যাচ্ছে এক অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন তিনি।সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন সলমন, তবে দর্শকদের অনুমান এটি কভি ঈদ কভি দিওয়ালিরই ফার্স্ট লুক।

ফের করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

 

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার ফলে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারবেন না বলিউডের ‘খিলাড়ি’। অক্ষয় কুমার টুইটে লিখেছেন India Pavilion at Cannes2022এ নিজের সিনেমা নিয়ে এগিয়ে যাওয়া নিয়ে আমি অত্যন্ত উৎসাহী ছিলাম। কিন্তু এখন এটা করতে পারব না। কারণ আমি করোনা পজিটিভ হয়েছি। এখন আমি আরাম করবো। পাশাপাশি তিনি লিখেছেন, অনুরাগ ঠাকুর তোমাকে এবং তোমার টিমকে অনেক অনেক শুভকামনা। আমি সেখানে না থাকতে পেরে খুব মিস করব।

 

রণলিয়ার বিয়ের ১ মাস পুর্তি

 

 

দেখতে দেখতে কেটে গেল ৩০ দিন।মিস ভাট থেকে মিসেস কাপুর হয়ে এক মাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট আলিয়ার। জীবনসঙ্গী রণবীর কাপুরের সঙ্গে অদেখা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বিয়ের সময় বিশেষ কিছু স্মরণীয় মুহূর্ত ফিরে দেখলেন আলিয়া।  আর এই বিশেষ দিনটা বিশেষভাবেই উদযাপন করলেন রণবীর ঘরণী। এদিন স্বামী রণবীরের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ অদেখা রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া।গত মাসের ১৪ তারিখ রণবীরের বাড়ির বারান্দাতে চার পাক ঘুরে সারাজীবনের মতো পরস্পরকে আপন করে নিয়েছিলেন রণবীর-আলিয়া। বিয়ের প্রতিটা ছবি যেন রূপকথা।

Related Articles