৩ রাজ্যে করমুক্ত অক্ষয় কুমারের’সম্রাট পৃথ্বীরাজ’
উত্তর প্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও করমুক্ত অক্ষয় কুমারের পিরিয়ড ড্রামা ‘সম্রাট পৃথ্বীরাজ’। মুক্তির আগে বৃহস্পতিবার টুইট করে অক্ষয়ের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’-কে নিজের রাজ্যে করমুক্ত ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। আর তার ঠিক পরপরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও তাঁর রাজ্যে ছবিটি করমুক্ত ঘোষণা করলেন। এদেশের একাধিক রাজ্যে যখন অক্ষয়ের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’কে করমুক্ত করা হচ্ছে তখন কাতার, ওমান ও কুয়েতে অক্ষয়ের এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও বিদেশের মাটিতে নিষিদ্ধ হয়েছে বলিউডের একাধিক ছবি। প্রসঙ্গত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন মানুষী চিল্লার। রয়েছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ। হিন্দি ছাড়াও ছবিটি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে।
KK-র শেষ গান
তিনি না থাকলেও, তাঁর গান থেকে যাবে চিরদিন। অনুরাগীদের মনে তিনি থেকে যাবেন তাঁর সুরের মধ্যে দিয়েই। কেকের মতো শিল্পীদের মৃত্যু হয় না। আর তাই তো গায়কের শেষ গান মুক্তির জন্য এখন অধীর আগ্রহে বসে আছেন তাঁর অনুরাগীরা। জানা যাচ্ছে সলমন খান ও ক্যাটরিনা কাইফের নতুন ছবি ‘টাইগার থ্রি’ ছবির জন্যই শেষবার গানের রেকর্ডিং করেছিলেন কেকে। খবর অনুয়ায়ী, কেকের গাওয়া গানেই চুটিয়ে রোম্যান্স করবেন ক্যাট ও সলমন। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ইদে।
আরও পড়ুনঃ আগামী ১০ জুন ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের
স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী
অবশেষে কিছুটা স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী । বিদেশে যাওয়ার অনুমতি পেলেন তিনি। তবে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে মুম্বইয়ের বিশেষ আদালত।আবু ধাবিতে ২ জুন থেকে শুরু হচ্ছে আইফা অ্যাওয়ার্ডস । অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলিউড অভিনেত্রীর। সেখানে যাওয়ার অনুমতি চেয়ে মুম্বইয়ের বিশেষ আদালতে আবেদন করেন তিনি। সেই আরজির পরিপ্রেক্ষিতেই শর্তসাপেক্ষে রিয়াকে বিদেশ ভ্রমণের অনুমতি দিল আদালত।
শাহরুখের পরবর্তী ছবিগুলি
দক্ষিণী পরিচালক Atlee -র সঙ্গে কাজ করছেন শাহরুখ খান, এ কথা জানা গিয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির নাম। জানা গিয়েছে, আটলি পরিচালিত ওই ছবির নাম ‘জওয়ান’। খুব শীঘ্রই নাকি বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পাশাপাশি, ছবির ছোট একটি টিজারও রিলিজ করা হবে শীঘ্রই। এমনটাই জানা গিয়েছে।জানা যাচ্ছে ওই ছবিতে নাকি দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে নয়নতারাকে।