হৃতিকের বর্তমানের নামকরণ প্রাক্তনের
নতুন প্রজন্মের কাছেও সম্পর্কের এক নতুন উদাহরণ তৈরি করেছেন হৃতিক ও সুজ্যান। বিয়েতে দাঁড়ি টানলেও নিজেদের বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে হাতে হাত রেখে প্রবেশ করেন তারকা জুটি স্পষ্ট হয় সমস্ত জল্পনা। সেই পার্টিতে বর্তমান প্রেমিকের সঙ্গে উপস্থিত ছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ্যান খানও।
একজন বর্তমান প্রেমিকা। আর একজন প্রাক্তন স্ত্রী। তবে সাবা ও সুজ্যান দুজনের মধ্যেই সম্পর্ক ভাল। এমনকি তাঁরা একসঙ্গে গোয়ার পার্টিতে সময়ও কাটিয়েছেন।সম্প্রতি সাবা আজাদ ব্রাউন রঙের একটি বডিকন ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্টের তলায় সুজ্যান কমেন্ট করেন, ‘ওয়াও সাবু!’ এই দেখেই নেটিজেন মুগ্ধ।
সম্প্রতি সাবা আজাদ ব্রাউন রঙের একটি বডিকন ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্টের তলায় সুজ্যান কমেন্ট করেন, ‘ওয়াও সাবু!’ এই দেখেই নেটিজেন মুগ্ধ। পাল্টা সাফা সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিয়ে আদরের নাম সুজলু বলে ডাকেন।
পারিশ্রমিক বাড়ালেন কার্তিক আরিয়ান!
কার্তিক আরিয়ানের ছবি মুক্তির মাত্র ১০ দিনেই ১০০ কোটির বড় অঙ্ক পেরিয়েছে। ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে। এখন যখন ছবিটি এতটা সফল প্রমাণিত হচ্ছে, তাহলে কার্তিকের চাহিদা বাড়তে বাধ্য। হ্যাঁ, মিডিয়া রিপোর্ট অনুসারে, ভুল ভুলাইয়া-2এর সাফল্যের পরে, কার্তিক আরিয়ান তার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ান আগে তার একটি ছবির জন্য ১৫ থেকে ২০ কোটি টাকা নিতেন। কিন্তু ভুল ভুলাইয়া 2-এর দুর্দান্ত সাড়া পাওয়ার পর এবার তার পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা। প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক এখন একটি ছবির জন্য ৩৫-৪০ কোটি টাকা নেবেন।
‘রালিয়ার’ নতুন ভিডিও ভাইরাল
এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। এই জুটির বিয়ে ছিল গোটা দেশের আলোচনার বিষয়। বিয়ের প্রতিটি ছবি দেখে মনে হয়েছে যেন পরিণতি পেল কোনও রূপকথার গল্প। আলিয়ার সাজ থেকে বিয়ের গেস্ট লিস্ট- কী নিয়ে চর্চা হয়নি! ‘রালিয়া’র বিয়ের রেশ একটু থিতু হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন ছবি। সেখানে দুজনের টানটান রসায়ন দেখে মুগ্ধ নেটপাড়া। সম্প্রতি কোনও বিজ্ঞাপনী শ্যুট সেরেছেন জুটি, তারই নেপথ্যের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে।বিজ্ঞাপনেও ‘রালিয়া’ ম্যাজিক দেখাটা কম বড় পাওনা নয় ফ্যানেদের কাছে, এক টিএমটি স্টিল বারে বিজ্ঞাপনের শ্যুটিং-এর ছবিগুলি এখন হু হু করে ভাইরাল।
শুটিং-এ ফিরলেন অনুষ্কা
ভারতীয় মহিলা ফাস্ট বোলারের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর হাত ধরে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এতদিন পর্যন্ত পর্দার ঝুলন গোস্বামী হয়ে ওঠার জন্য নিজেকে নিংড়ে শারীরিক কসরত করেছেন। বিভিন্ন সময়ে অনুষ্কার ক্রিকেট প্র্যাকটিসের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য শেষ হয়েছে ছবির প্রস্তুতি পর্ব। এবার পালা অভিনয়ের। কন্যা সন্তান ভামিকার জন্মের পর প্রথমবার শুটিং ফ্লোরে পা রাখলেন অনুষ্কা শর্মা।