Home বিনোদন বলিউডের খবর এক নজরে

বলিউডের খবর এক নজরে

by Soumadeep Bagchi

ভুলভুলইয়া টু-য়ের টাইটেল ট্র্যাক

 

আগামী ২০ মে বিগস্ক্রিনে মুক্তি পেতে চলেছে ভুলভুলাইয়া টু। তার আগে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারই মুক্তি পেল ভুলভুলইয়া টু-য়ের বহুপ্রতিক্ষীত টাইটেল ট্র্যাক। গায়ক নীরজ শ্রীধরের কন্ঠে শোনা যাবে সেই ম্যাজিক্যাল ট্র্যাক তেরি আঁখে ভুলভুলাইয়া।

 

 

গানের মিউজিকের দায়িত্বে রয়েছেন তনিষ্ক বাগচী। সোমবার দুপুরে রুপোলি পর্দার রুহ বাবা অর্থাত কার্তিক আরিয়ান। তাঁর নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সিনেমার টাইটেল ট্র্যাক শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “Do the ZigZag step with Rooh baba !!জমজমাট মিউজিকের সঙ্গে কার্তিক আরিয়নের ইয়ো ইয়ো স্টাইলে ফিদা নেটিজেনরা।

 

 

রোম্যান্টিক নায়কের মুখোশ ছেড়ে একেবারে রকিং লুকে সিনেমার টাইটেল ট্র্যাকেই বাজিমাত কার্তিকের। সোশ্যাল সাইটে টাইটেল ট্র্যাক মুক্তির পর ‘লাভ’ আর ‘ফায়ার’ ইমোজিতে ভরে গিয়েছে আরিয়ানের কমেন্ট বক্স।

 

সুস্থ হচ্ছেন মিঠুন সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী।

 

সূত্রের খবর, কিছুদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পেটে প্রবল যন্ত্রণার পাশাপাশি জ্বরের উপসর্গ ছিল তাঁর। তবে সোমবার মিঠুন পুত্র মিমো চক্রবর্তী এক জাতীয় সংবাদমাধ্যমকে জানান, ৭১ বছরের অভিনেতা বর্তমানে ভালো আছেন।

 

হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন সে কথা জানিয়ে মিমো বলেন, “বাবা এখন ফিট অ্যান্ড ফাইন!” ঠিক কী হয়েছিল মিঠুনের? গত ৩০ এপ্রিল সোশ্যাল মিডিয়ায়  মিঠুন র একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, তিনি হাসপাতালে শয্যাশায়ী। এরপরেই ‘ডিস্কো ডান্সার’ -কে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। তাঁর আরোগ্য কামনা করতে শুরু করেন তার অনুগামীরা। তবে পরে জানা যায় তার শরীর খারাপ হয়েছে তবে এখন ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর পুত্র মিমো।

 

ঋষিকে স্মরণ নীতুর

 

২০২০ সালের ৩০ এপ্রিল ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা ঋষি কাপুর। এক নতুন সাক্ষাৎকারে ঋষিকে স্মরণ স্ত্রী নীতুর। এক নতুন সাক্ষাৎকারে নীতু বলেছেন, ‘রণবীর ওঁকে খুব মিস করে।

 

ওর মোবাইলের স্ক্রিনসেভারে এখনও ঋষির ছবি। এমনও দিন এসেছে আমি ওর চোখে জল দেখেছি, কিন্তু নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে ও।’ অভিনেত্রী আরও যোগ করেন, ‘ঋষি অনেক বড় ব্যক্তিত্ব ছিল। উনি এমন মানুষ নন, যাকে ভুলে যাওয়া যায়। প্রতিদিন কারও না কারও সঙ্গে দেখা হয়, কেউ না কেউ আমাকে তাঁর কথা মনে করিয়ে দেয়। প্রত্যেকেরই তাঁর সঙ্গে কোনও না কোনও গল্প থাকে।

 

 

কোথাও না কোথাও সে এখনও আমার সঙ্গে যুক্ত।’ শিশুদের নৃত্য-ভিত্তিক রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে জুনিয়ার’-এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে নীতু কাপুরকে। পরিচালক রাজ মেহতার পরিবর্তী ছবি ‘যুগ যুগ জিয়ো’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ সাত বছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন নীতু কাপুর। শেষবার বড়পর্দায় নীতুকে দেখা গিয়েছিল ২০১৩ সালে ‘বেশরম’ ছবিতে ।

 

বাসেই ওয়ার্কআউট শিল্পার

 

 

সকাল সকাল বিমান ধরার তাড়া ছিল। সময়ের অভাব। এদিকে শরীরচর্চা কোনওদিনই বাদ যায় না শিল্পার। নিজেকে ফিট রাখতে পছন্দ করেন। অগত্যা বাসেই ওয়ার্ক আউট শুরু করে দিলেন শিল্পা শেট্টি। যা দেখে তাজ্জব নেটদুনিয়া! এক ফ্যাশন শোয়ে গিয়েছিলেন।

 

 

সেখান থেকে ফেরার পথেই সাত সকালে বাসে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফাঁকা বাস। সেখানেই রীতিমতো বাসের রড ধরে শরীরচর্চা করা শুরু করে দেন শিল্পা শেট্টি। সেই মুহূর্তের ভিডিও নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন মাধবী 

 

অভিনেত্রীর মন্তব্য, “এটাই সোমবারের অনুপ্রেরণা। বাস ফাঁকা ছিল। আর সেই জন্যই পুশ-আপ করে নিলাম কয়েকটা।” শুধু তাই নয়, পাশাপাশি এও জানান যে, “এক ঢিলেই দুই পাখি.. প্রথমত, ফিট ইন্ডিয়া এবং দ্বিতীয়ত, স্বচ্ছ ভারত অভিযান।”

Related Articles