কলকাতা টুডে ব্যুরো:ফের দুর্ঘটনার কবলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়।সোমবার রাতে কালিকাপুর থেকে বিমানবন্দরের দিনকে আসছিল শুভেন্দু অধিকারীর কনভয়। কিন্তু আচমকা সেখানে ঢুকে একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। পুলিশের গাড়িটি হাল্কা ক্ষতিগ্রস্থ হয়। এরপরেই লরিচালককে আটক করে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা থাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ওই লরি চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, ওই লরিচালক মদ্যপ অবস্থায় ছিলেন। তার জেরে এই দুর্ঘটনা।
জুলাই মাসের শুরুতেও দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দুর কনভয়। কাঁথি থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে শুভেন্দুর কনভয়ে ধাক্কা মারে একটি ট্রাক। ধাক্কার অভিঘাতে কনভয়ের একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে শুভেন্দু অধিকারীর কোনও আঘাত লাগেনি।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬ হাজার ৬১৫ জন
মারিশদা থানা সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ ১১৬ বি জাতীয় সড়কে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে কনভয়ের সামনে থাকা গাড়িটি। শুভেন্দুর দেহরক্ষীদের গাড়িতে লরিটি এসে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন বলে খবর।