Home সংবাদবর্তমান ঘটনা ‘এই খবরে আমি মর্মাহত,’পানিহাটির মহোৎসবতলার ঘটনায় টুইট মমতার

‘এই খবরে আমি মর্মাহত,’পানিহাটির মহোৎসবতলার ঘটনায় টুইট মমতার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনার কাজ চলছে।ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, ‘পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোত্সবে গরম ও আর্দ্রতাজনিত কারণে অসুস্থ ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই খবরে আমি মর্মাহত। পুলিশ কমিশনার ও জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। সবরকম সহযোগিতা করা হচ্ছে।’ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও পুণ্যার্থীদের প্রতি সহমর্মিতা। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।এই ঘটনার জেরে ‘এই খবরে আমি মর্মাহত,’পানিহাটির মহোৎসবতলার ঘটনায় টুইট মমতার। ঘটনার জেরে বন্ধ করে দেয়া হল মেলা। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পুণ্যার্থীদের কে বের করে আনা হচ্ছে।

 

Topics

Panihati  ISKCON Mamata Banerjee CM  Administration Kolkata

Related Articles

Leave a Comment