কলকাতা টুডে ব্যুরো:প্রায় চার ঘণ্টা পরে পরেশ অধিকারী সিবিআই দফতর থেকে বের হন। তবে ফের তাঁকে তলব করতে পারে সিবিআই। এদিকে এদিন সিবিআই দফতরে আসার সময় দেখা যায় তাঁর হাতে একটি ফাইল রয়েছে। সূত্রের খবর, সেই ফাইলে কিছু নথিপত্র ছিল। সেই নথিগুলি দেখতে চেয়েছিল সিবিআই। সেগুলোও যাচাই করছে সিবিআই।
এদিন গোটা জেরা পর্ব ভিডিওগ্রাফিও করা হয়। পাশাপাশি সূত্রের খবর, মেয়ের চাকরি পেছনের দরজা দিয়ে আদায় করার পেছনে কাদের ভূমিকা ছিল সেটাও জানার চেষ্টা করছে সিবিআই।
আরও পড়ুনঃ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ,গ্রুপ সি মামলায় নতুন FIR সিবিআই-এর
শুক্রবার সকাল ১০টা বেজে ৪০ মিনিটে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন পরেশ অধিকারী। এরপর রাত ৮টা বেজে ২৫ মিনিট পর্যন্ত তাঁকে ম্যারাথন জেরা করা হয় বলে সূত্রের খবর। রাতে তিনি MLA হস্টেলে ছিলেন। শনিবার তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। সেই হাজিরা মোতাবেক শনিবারও নিজাম প্যালেসে যান এই মন্ত্রী।