কলকাতা টুডে ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার CBI দফতরে পরেশ পাল। এই নিয়ে দ্বিতীয় বার CBI দফতরে হাজিরা দিতে এলেন তিনি। BJP কর্মী অভিজিত সরকার খুনের ঘটনায় জেরার জন্য পরেশ পালকে তলব করে CBI । ২০২১ বিধানসভা ভোটের পর ২ মে বেলেঘাটার BJP কর্মী Abhijit Sarker খুন হন। অভিজিৎ সরকারের পরিবার সুবিচার পেতে উচ্চ আদালতের দারস্থ হন। এরপরই আদালতের নির্দেশে তদন্ত শুরু করে CBI।
২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্যে একাধিক ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। ২ মে ভোটের ফলঘোষণার দিন কাঁকুরগাছিতে খুন হন অভিজিৎ সরকার। ঘটনার পর থেকেই বিজেপির তরফে সোজাসুজি আঙ্গুল তোলা হচ্ছিল তৃণমূল সরকারের দিকে । এই ঘটনায় প্রত্যক্ষভাবে নাম জড়ায় বিধায়ক পরেশ পালের। বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে গিয়ে হামলা চালানো, খুনের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক, এমনটাই অভিযোগ করে পরিবার। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।বেলেঘাটার অভিজিতের খুনের তদন্ত শুরু করে CBI।
Topics
Paresh Pal CBI BJP TMC Administration Kolkata