কলকাতা টুডে ব্যুরো:ভরদুপুরে চলল গুলি। পার্কসার্কাসে গুলিতে মৃত্যু। রাস্তায় পড়ে দেহ। পাশে বন্দুক। নিহত পুলিশকর্মীর পাশে পড়ে রাইফেল। একটু দূরেই পড়ে এক মহিলার দেহ। বাংলাদেশ হাইকমিশনের গার্ড হিসেবে কর্মরত ওই পুলিশকর্মী। শুক্রবার দুপুরে এমনই ভয়ানক ছবি খাস কলকাতার বুকে।
এলোপাথাড়ি গুলি করার পর ওই মহিলার গায়ে গুলি লাগে। তারপরেই ওই পুলিশকর্মী নিজেকে গুলি করেন বলে দাবি স্থানীয়দের। আট-দশ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমন ঘটনার কথা শুনেই এলাকায় আসছেন পুলিশকর্মীরা।
আরও পড়ুনঃ দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ,গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে সাত হাজারের বেশি
কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙল এলাকাবাসীর৷ প্রথমে এলাকারই একটি বাড়ির নীচে গিয়ে চিৎকার করেন ওই পুলিশকর্মী৷ এর পর লোয়ার রেঞ্জ রোডের মুখে এসে আচমকাই নিজের ইনসাস বন্দুক থেকে পরের পর গুলি ছুড়তে শুরু করলেন ওই পুলিশকর্মী৷ প্রথমে মাটির দিকে তাক করে, তার পর রাস্তা দিয়ে বাইকে চড়ে যাওয়া এক মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই পুলিশকর্মী৷ ঘটনাস্থলে এসে পৌঁছেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।