Home সংবাদসিটি টকস এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মৃত হাওড়ার বাসিন্দা রিমা সিং, এলাকায় শোকের ছায়া

এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মৃত হাওড়ার বাসিন্দা রিমা সিং, এলাকায় শোকের ছায়া

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে এলোপাথাড়ি গুলি, সেই গুলিতেই মৃত্যু হয়েছে রিমা সিংয়ের। এই ঘটনা জানতে পেরে শোকস্তব্ধ পরিবার।

 

এই খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়েই হাওড়া থেকে কলকাতা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। রিমা ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।শুক্রবার দুপুরে একটি অ্যাপ নির্ভর বাইকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন রিমা৷ তখনই বাংলাদেশ হাইকমিশনের কাছে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিলেন এক পুলিস কর্মী৷ সেই গুলি গিয়ে লাগে রিমার শরীরে৷ বাইক থেকে মাটিতে লুটিতে পড়েন তিনি৷ ঘটনাস্থলে মৃত্যু হয় রিমার৷

 

আরও পড়ুনঃ 

এদিন দুপুর দুটো নাগাদ চোডুপ লেপচা নামে এক কনস্টেবলের গুলিতে মারা যান রিমা৷ গুলিবিদ্ধ হন আরও দু’জন৷ তাদের একজন মহম্মদ সরফরাজ৷ ১৯ বছরের সরফরাজের বাড়ি আলিমুদ্দিনে৷ জখম আরেকজনের নাম এম বসির আলম৷ ৪৯ বছর বয়সী আলমের বাড়ি পার্ক স্ট্রিট থানা এলাকাতে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁর পিঠে গুলি লেগেছে৷ দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে৷ ওদিকে ঘটনার সময়ই আত্মঘাতী হন ওই কনস্টেবল৷ প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, চোডুপ লেপচা সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন৷ গতকালই ছুটি থেকে ফিরে কাজ দিয়েছিলেন তিনি৷

Related Articles

Leave a Comment