কলকাতা টুডে ব্যুরো:২০২৩ সালের ১৪ মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।শুক্রবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়।
পুরো পাঠক্রম অনুসরণ করেই হবে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছরের মতো ‘হোম সেন্টার’-এ পরীক্ষা হবে না বলেও জানান হয়।
আরও পড়ুনঃ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, ফের বাজিমাত জেলার ছাত্র-ছাত্রীদের
সেই সঙ্গে সংসদ সভাপতি জানান, আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে। এ বছর করোনার কারণে হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিলেন ছাত্রছাত্রীরা।আগামী বছর পুরনো পদ্ধতিতেই পরীক্ষা হবে। অর্থাৎ বাইরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।