Home সংবাদজাতীয় খবর ‘সাংসদদের যেভাবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তা অত্যন্ত লজ্জার বিষয়,’মন্তব্য Derek-এর

‘সাংসদদের যেভাবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তা অত্যন্ত লজ্জার বিষয়,’মন্তব্য Derek-এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:‘আজ আমাদের সাংসদদের যেভাবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তা অত্যন্ত লজ্জার বিষয়। কেন্দ্র এভাবে বিরোধীদের কন্ঠরোধ কর‍তে চাইছে। কিন্তু আমাদের প্রতিবাদ জারি থাকবে’। সাংসদের সাসপেন্ড করার প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী।

ডেরেক বলেন ‘আজ আমাদের সাংসদদের যেভাবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তা অত্যন্ত লজ্জার বিষয়। কেন্দ্র এভাবে বিরোধীদের কন্ঠরোধ কর‍তে চাইছে। কিন্তু আমাদের প্রতিবাদ জারি থাকবে’।ডেরেক আরও বলেন ‘দেশে তো গণতন্ত্রকেই সাসপেন্ড করা হচ্ছে। সংসদকে বহিষ্কৃত করে দিচ্ছেন সেই দুজন যারা গুজরাত চালাচ্ছে। এবার ভারতের সংসদ ভবনেও সেই একই কাজ করার চেষ্টা চালাচ্ছে।

Topics

Parliament Derek O’Brien MPs BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment