কলকাতা টুডে ব্যুরো:“এসএসসি কাণ্ডে যত টাকা আদায় হয়েছে, তার কালেক্টর হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের সব ডিগ্রি জাল। কীভাবে পিএইচডি জালিয়াতি করে করেছেন, কার সই করে করেছেন… সবাই জানেন। পার্থ চট্টোপাধ্যায় কীভাবে সব পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন, তা আদালত দেখতে পাচ্ছে।”রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে মঙ্গলবার রাজভবনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার আরও সংযোজন, “আমার তো খুব অবাক লাগে পার্থ চট্টোপাধ্যায় এখনও কীভাবে জেলের বাইরে রয়েছেন। উনিই তো দুর্নীতির মূল পান্ডা। পার্থ চট্টোপাধ্যায় আজ বলেছেন, আমি নাকি ব্ল্যাকমানি নিয়েছি। আমি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব। ২০০১ সালে কলকাতায় কোনও সভা করার জন্য তৃণমূল জায়গা পেত না। তখনই অধিকারী পরিবার মেদিনীপুরে জায়গা করে দিত। শুভেন্দু অধিকারীর পরিবারকে কারও দয়া-দাক্ষিণ্যে বাঁচতে হয় না। তখন ব্যবস্থা করে দিয়েছিলাম বলেই আজ ওই জায়গায় নিজেদের আন্দোলন বা ফুল ফোটাতে পেরেছে তৃণমূল। তাই আগে নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবুক তৃণমূল কংগ্রেস।”
আরও পড়ুনঃ Maharashtra Political Crisis:বিদ্রোহী’শিব সেনার ২২ বিধায়ক, উদ্ধব সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন
শুভেন্দুর সেই বক্তব্যের পর মঙ্গলবার আবারও আক্রমণ শানান পার্থ বাবু। রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে বলেছিলেন, “ব্ল্যাকবোর্ড শিক্ষার জিনিস, তা নেবেন কেন, শুভেন্দু অধিকারী তো ব্ল্যাকমানি নিয়েছেন।” এবার বাসভবন থেকে বেরিয়ে পার্থকে তোপ দাগলেন শুভেন্দু।