Freeকলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের জেরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কর্মী ও সমর্থকদের একাংশ হোক প্রতিবাদ লিখে পোস্ট করেছিলেন। সেগুলিই এবার সরিয়ে নেওয়ার জন্য দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
তিনি লিখেছেন, “অতি উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন। অবিলম্বে এই ধরনের পোস্টগুলো সরিয়ে ফেলুন। মা মাটি মানুষ সরকারের উন্নয়নের ১১ বছর এর সমর্থনে মিছিল কিন্তু অন্য কোনও বিষয় যেন না আসে। আমি সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের কাছে সেই আবেদন জানালাম।”
আরও পড়ুনঃ মামলায় আদালতে ধাক্কা রাজ্যের
তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদে মিছিল করা হলে, তাতে আখেড়ে পার্থ বাবুর ভাবমূর্তিই আরও ক্ষুণ্ন হত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই কারণেই, পার্থ বাবু দলীয় কর্মীদের এমন বার্তা দিলেন বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।