Home রাজনৈতিক শুক্রবার সুপ্রিম কোর্টে  পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানির সম্ভাবনা

শুক্রবার সুপ্রিম কোর্টে  পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানির সম্ভাবনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্টে  পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানির সম্ভাবনা। শিক্ষক-নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই নির্দেশ বহাল হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখে ফের সিঙ্গল বেঞ্চেই মামলা পাঠায়  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

 

বুধবার সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলা। কিন্তু ঠিকমতো মামলা দায়ের না হওয়ায় সেই মামলায় কোনও নির্দেশ দিতে অস্বীকার করে ওই বেঞ্চ। যার ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকে। তারপরে আদালত অবমাননা এড়াতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই অফিসে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিন-সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

আরও পড়ুনঃ অবশেষে সিবিআইয়ের তলবে হাজির Paresh Adhikary

 

বৃহস্পতিবার, ওই মামলা থেকে অব্যাহতি নিয়েছে বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। কোন বেঞ্চ শুনবে মামলা, সিদ্ধান্ত নেওয়ার কথা প্রধান বিচারপতির। তার আগেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায়ের।

Related Articles

Leave a Comment