কলকাতা টুডে ব্যুরো:৬টার আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে নির্দেশে অবশেষে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়ে ২০ মিনিটে আগেই সিবিআই দফতরে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এসএসসি মামলায় বুধবারই ডিভিশন বেঞ্চ রায় দেয়। বিচারপতি আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ রায় দেয়, এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে।
এসএসসির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই পাঠানোর কথা বলে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আজ, বুধবারই সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ ‘লুট, লুট, লুট হচ্ছে! কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে,’বললেন Mamata Banerjee
সন্ধ্যা ৬টার সময় আসার কথা ছিল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তার আগে নিজাম প্যালেসে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই সিবিআইয়ের ডাকে সেখানে পৌঁছেছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টারাও।