Home খেলাধুলাফুটবল ডার্বির আগে প্রবল চাপে ইস্টবেঙ্গল, ফাওলার ও টনি গ্রান্টকে শোকজ ফেডারেশনের

ডার্বির আগে প্রবল চাপে ইস্টবেঙ্গল, ফাওলার ও টনি গ্রান্টকে শোকজ ফেডারেশনের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আগামী শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগে ফিরতি পর্বের ডার্বি। তার ঠিক আগে প্রবল চাপে ইস্টবেঙ্গল। কারণ, শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে ফের এক শাস্তির মুখে ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। অভিযোগ মারাত্মক। আর মেগা ডার্বির আগে নির্বাসনের শাস্তি ভোগ করা শুধু ফাওলার নন। এবার তাঁর সহকারীকেও চিঠি ধরাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

গত শুক্রবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচে দুটি ভিন্ন ঘটনায় লাল-হলুদ কোচ রবি ফাওলার ও তাঁর সহকারী টনি গ্রান্টকে শোকজের চিঠি ধরাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এখনও চার ম্যাচ নির্বাসনের শাস্তি পেয়ে গ্যালারিতে বসে খেলা দেখতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ রবি ফাওলারকে। আগামী শুক্রবারের কলকাতা ডার্বিতেও থাকবেন গ্যালারি স্ট্যান্ডে। কিন্তু স্ট্যান্ডে বসেও ফের শাস্তির কবলে পড়তে পারেন ইস্টবেঙ্গল কোচ।

গত শুক্রবারের হায়দরাবাদ এফসি ম্যাচে রবি ফাওলার তিলক ময়দানের স্ট্যান্ডে ছিলেন এবং নিজের দলের খেলা দেখছিলেন। একাধিক বার দেখা গিয়েছে, রেফারির সিদ্ধান্ত বা খেলোয়াড়দের ভুলচুকে হতাশা প্রকাশ করতে। এরপর ম্যাচ শেষে হায়দরাবাদ এফসি’র খেলোয়াড়দের উদ্দেশে অশালীন মন্তব্য করেছেন ফাওলার। এমনই অভিযোগ রেফারিদের। ওই ম্যাচের ম্যাচ কমিশনার কড়া রিপোর্ট দিয়েছে এআইএফএফ-কে। যার জেরে ইস্টবেঙ্গলের হেডস্যরকে শোকজের নোটিশ পাঠিয়ে মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

এছাড়াও শোকজের নোটিশ দেওয়া হয়েছে ফাওলারের সহকারী টনি গ্রান্টকে। যিনি ফাওলারের অনুপস্থিতিতে ব্রাইট, পিলকিংটনদের কোচ হিসেবে ম্যাচের দিন ডাগ আউটে বসছেন। টনি গ্রান্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রেফারিদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। এখন এটাই দেখার, শেষ পর্যন্ত রবি ফাওলার বা টনি গ্রান্টকে নিয়ে কি ভূমিকা নেয় ফেডারেশন।

Related Articles

Leave a Comment