কলকাতা টুডে ব্যুরো:দেশে করোনার অতি সংক্রামক BF.7 ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসল কেন্দ্র। বৃহস্পতিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
BF.7 কোভিড ভেরিয়েন্টের ইতিমধ্যে গুজরাট এবং ওড়িশা থেকে রিপোর্ট করা হয়েছে। ভারতের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বেশ কিছু নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা-সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে তাদের রিপোর্ট করা সকল নমুনা INSACOG জিনোম সিকোয়েন্সিং ল্যাবে পাঠাতে বলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করবেন।যদিও করোনা নিয়ে কেন্দ্রের এই সতর্কতার পিছনে রাজনীতি দেখছে বিরোধীরা। কংগ্রেস যেমন বলেই দিচ্ছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বন্ধ করা এবং আগামী বছর যে ৯ রাজ্যের ভোট আছে, সেটা পিছিয়ে দেওয়ার জন্যই নতুন করে করোনা হাওয়া তুলে বাজার গরম করতে চাইছে সরকার। কংগ্রেস বলছে, আগামী বছর যে ৯টি রাজ্যে ভোট তার বেশিরভাগেই স্বস্তিতে নেই বিজেপি। সেকারণেই করোনার হাওয়া তুলে ভোট পিছনোর চেষ্টা করা হচ্ছে।