Home সংবাদবর্তমান ঘটনা জার্মানি থেকে মোদির নিশানায় কংগ্রেস

জার্মানি থেকে মোদির নিশানায় কংগ্রেস

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:G7বৈঠকে যোগ দিতে জার্মানিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এছাড়া জলবায়ু, শক্তি, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গসাম্য ইত্যাদি নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় বসবেন মোদী। জার্মানি থেকে ভারতে ফেরার পথে মোদী আবু ধাবিতে নামবেন। সেখানে আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক আছে।

জার্মানির মিউনিখে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে রবীন্দ্র সঙ্গীতের সুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হয়। ২৬ জুন, ‘জরুরি অবস্থা’ জারির দিন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে নাম না করে এই নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আজ ২৬ জুন। ৪৭ বছর আগে আজকের দিনেই ভারতের গণতন্ত্র, যা প্রতিটি ভারতীয়র ডিএনএ-তে রয়েছে, তা ধ্বংস করা হয়েছিল। জরুরি অবস্থা হল ভারতের উদ্দীপ্ত গণতন্ত্রের উপর একটি কালো দাগ।” মোদী আরও বলেন, “আমার ভারতীয়রা আমাদের গণতন্ত্রের জন্য গর্বিত। এখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারত হল গণতন্ত্রের মাতৃকা। আমাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, সঙ্গীত এবং ঐতিহ্য আমাদের গণতন্ত্রকে আরও উদ্দীপ্ত করে তোলে।”

Topics

India  Germany  G 7 Summit PM Modi Olaf Scholz Administration Kolkata

Related Articles

Leave a Comment