Home সংবাদবর্তমান আপডেট Narendra Modi: ‘আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে আবেগপ্রবণ মোদী

Narendra Modi: ‘আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে আবেগপ্রবণ মোদী

by Web Desk
Narendra Modi: 'আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে আবেগপ্রবণ মোদী

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢোক গিলে নিজের কান্না চাপারও চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার মহারাষ্ট্রের শোলাপুরে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের অনুষ্ঠানে গিয়েছিলেন। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন বলেও দাবি করেন মোদী।

তার কথায়, “২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তা পূরণ করতে পেরেছি। এখানে এসে তার সাক্ষীও রইলাম। আজ আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত এটি।” এই বক্তব্য রাখতে গিয়েই তার গলা ভার হয়ে আসে । যদিও ঢোক গিলে নিজেকে সামলে নিয়েছিলেন তিনি।

শৈশবের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী

পাশপাশি এদিন শৈশবের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “এই বাড়িগুলি দেখলে নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আজ শোলাপুরের গরিব এবং শ্রমিকদের হাতে এই বাড়ি তুলে দিতে পেরে অত্যন্ত গর্বিত। আমাদের সরকার গরিব মানুষের উন্নয়নে এবং তাঁদের জীবনের মানোন্নয়ের স্বার্থে প্রকল্পের উপর জোর দিচ্ছে।” দেশবাসীর আশীর্বাদেই এই ধরনের প্রকল্প সফল হয়েছে বলেই মনে করেন মোদী।

‘গরিবি হটাও’ বলে যে স্লোগান তোলা হয়েছিল গোটা দেশে

এর পরই তিনি নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন। দীর্ঘ দিন ধরেই ‘গরিবি হটাও’ বলে যে স্লোগান তোলা হয়েছিল গোটা দেশে, সেই স্লোগানের প্রতিফলন যে কার্যক্ষেত্রে ঘটেনি তা ঠারেঠোরে নিজের বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “দেশে ‘গরিবি হটাও’ স্লোগান তোলা হয়েছিল অনেক বছর আগে। সেই স্লোগান তোলা হলেও কার্যক্ষেত্রে গরিবি দূর করা হয়নি।” তবে তাঁর সরকার এই স্লোগানকে বাস্তবায়িত করার কাজ করছে। শুধু তাই-ই নয়, এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বহু মানুষ উপকৃত হচ্ছেন বলেও দাবি মোদীর।

Related Articles

Leave a Comment