Home সংবাদবর্তমান আপডেট Budget Session 2024: দেশের বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য পেশ প্রধানমন্ত্রীর

Budget Session 2024: দেশের বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য পেশ প্রধানমন্ত্রীর

by Web Desk
Budget Session 2024: দেশের বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য পেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজেট অধিবেশন

শুরু হয়ে গেল দেশের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি পেশ হচ্ছে অন্তর্বর্তী বাজেট। এদিন প্রধানমন্ত্রী  তাঁর বক্তব্য পেশ করলেন। রামনাম নিয়ে বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নাম না করে বিরোধীদের সমালোচনা।

প্রধানমন্ত্রীর কথায়, ‘সংসদে সকলে নিজ নিজ কর্তব্য পালন করেন। কিন্তু, কেউ কেউ আছেন যাদের অভ্যাস দাঁড়িয়ে গিয়েছে সংসদে হাঙ্গামা করা। অনেকেই গণতন্ত্রের সম্মানহানি করেছেন। এই ধরণের সাংসদদের বলব, এই অন্তর্বর্তী বাজেটে আত্মপক্ষ সমালোচনা করুন। ১০ বছর কী কী করেছেন, ভেবে দেখুন। যা যা হাঙ্গামা করেছেন, ভেবে দেখুন। যত তীক্ষ্ণই আলোচনা হোক না কেন, সংসদে এই ধরণের আচরণ কাম্য নয়।’ তিনি আরও বলেন, ‘যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। বরং সংসদে ভালো বক্তব্য রাখার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তাদেরই মানুষ মনে রাখবে।’

সংসদে জয়েন্ট বাজেট অধিবেশন

পাশপাশি নিয়মানুসারে এদিন সংসদে জয়েন্ট বাজেট অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তাঁর বক্তব্যের শুরুতেও ছিল রাম মন্দির প্রসঙ্গ। তিনি বলেন, ‘রাম মন্দির নির্মাণ বহুদিনের স্বপ্ন ছিল। যার বাস্তবায়ন হয়েছে। মানুষ চেয়েছিলেন জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত হোক। সেই অনুচ্ছেদ এখন ইতিহাস। ২৫ কোটি মানুষ চরম দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে। এই সংসদের তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। বিশ্বজুড়ে নানা ক্রাইসিসের মধ্যেও আমাদের দেশে মূল্যবৃদ্ধি হয়। সাধারণ মানুষের কাঁধে কোনও বোঝা চাপানো হয়নি।’

উল্লেখ্য, মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের শেষে সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। রাজ্যসভার ১১ জন এবং লোকসভার ৩ জন সদস্যের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী বাজেটের এই অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

Related Articles

Leave a Comment