Home সংবাদবর্তমান আপডেট Rahul Gandhi: ‘জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণ’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধীর

Rahul Gandhi: ‘জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণ’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধীর

by Web Desk
Rahul Gandhi: 'জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণ', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধীর

‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে ফৌজদারি মামলার মুখে পড়তে হয়েছে তাঁকে

রাহুল গান্ধী যিনি একাধিকবার নানান বিতর্কে পড়েছেন। আমরা সকলেই জানি অতীতে ‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে ফৌজদারি মামলার মুখে পড়তে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই আরও একটি মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণের অভিযোগ তুললেন রাহুল।

ওড়িশায় ঝাড়সুগুড়ায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সভায় রাহুল বৃহস্পতিবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। সাধারণ শ্রেণিভুক্ত।’’ এর পরে মোদী সম্পর্কে তাঁর অভিযোগের ‘ব্যাখ্যা’ও দেন রাহুল।

তিনি বলেন, ‘‘মোদী ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। ২০০০ সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।’’ রাহুলের এই মন্তব্য নিয়ে  রাজনৈতিক বিশ্লেষকদের মত, রাহুলের দেওয়া তথ্যে ভুল নেই। মোদী যে ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত, তারা বিজেপির জমানাতেই গুজরাতে ওবিসি তকমা পেয়েছিল।

গত এক দশক ধরেই মোদী রাজনীতির ময়দানে নিজের ‘প্রান্তিক জাতি’র পরিচয় তুলে ধরতে সক্রিয়

অন্যদিকে ভারত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছেন কংগ্রেস নেতা। আর তাতে অবশেষে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় আমন্ত্রণ পেলেন সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব। ১৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রবেশ করছে যাত্রা। সে দিন চন্দৌলির সৈয়দরাজার ন্যাশনাল ইন্টার কলেজে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্য অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তবে তিনি যাবেন কি না, এখনও সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Related Articles

Leave a Comment