Home সংবাদবর্তমান আপডেট Modi in UAE: মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন PM Modi, তিনি কি বার্তা দিয়েছেন?

Modi in UAE: মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন PM Modi, তিনি কি বার্তা দিয়েছেন?

by Web Desk
Modi in UAE: মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন PM Modi, তিনি কি বার্তা দিয়েছেন?

মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহ্বান করেছেন, ”ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” ইতমধ্যেই তিনি উদ্বোধন করলেন ভারত মার্ট প্রকল্পের। ২০২৫ সালের মধ্যেই চালু হয়ে যাবে এটি। তার আগে অগ্রিম এর শুভ সূচনা হল প্রধানমন্ত্রীর হাতে।

এখন প্রশ্ন হল কী এই ভারত মার্ট? মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরবারে জোরালো হল ভারতের প্রতিধ্বনি। কেবল আমদানি-নির্ভরতা নয়, রপ্তানিকারী দেশ হিসেবেও বিশ্ব মানচিত্রে নিজের ছাপ রাখতে শুরু করছে  মোদির ‘আত্মনির্ভর’ ভারত। প্রশস্ত হল বিদেশি মুদ্রার উপার্জন বৃদ্ধির উপায়ও। এর আগে চিন শুরু করেছিল ড্রাগন মার্ট। উদ্দেশ্য, নিজেদের সামগ্রীগুলির প্রচার ও প্রসার। এবার সেই দিকটিকে অনুসরণ করে শুরু হবে ভারত মার্ট। ১ লক্ষ বর্গমিটার অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এই ভারত মার্ট। যা আমিরশাহীতে ভারতীয় ব্যবসায়ীদের এক বিরাট ঘাঁটি হয়ে উঠবে। আফ্রিকা, ইউরোপ ও আমেপিকার মতো দেশের সঙ্গে বাণিজ্যের পথ খুলবে নতুন করে।

আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান ‘আহলান মোদি’র

মঙ্গলবার আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান ‘আহলান মোদি’র মঞ্চে প্রায় হাজার পঞ্চাশেক দর্শকের সামনে এদিন ভাষণ দেন প্রধানমন্ত্রী। মোদিকে বলতে শোনা যায়, ”আপনারা আজ আবু ধাবিতে (Abu Dhabi) ইতিহাস সৃষ্টি করলেন। ইউএই’র সমস্ত কোনা থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সকলে এসেছেন। কিন্তু সকলের হৃদয় একসুতোয় গাঁথা। এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রতিটি হৃদস্পন্দন বলছে, ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” সেই মৈত্রীর দিকটিকেও তুলে ধরবে ভারত মার্ট (Bharat Mart)।

Related Articles

Leave a Comment