Home রাজনৈতিক ‘PK-এই ভোটকুশলী হিসাবেই দলে কাজ করবেন,’অবশেষে জানালেন Mamata Banerjee

‘PK-এই ভোটকুশলী হিসাবেই দলে কাজ করবেন,’অবশেষে জানালেন Mamata Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দিল্লিতে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। উল্লেখ্য, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগ নিয়ে জোর জল্পনা চলছিল।
 
 
 
শুক্রবার রাজধানী সফরে গিয়েছেন তিনি। সেখানেই পিকে-কে নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘দলের মধ্যে তাঁর ভূমিকা নিয়ে মতপার্থক্য ছিল। কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তিনি ভোটকুশলী হিসাবেই দলে কাজ করবেন।’’
আরও পড়ুনঃ ’এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে,’ মন্তব্য দিলীপ ঘোষের
 
২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিজেপিকে হারাতে সাহায্য করেছিলেন প্রশান্ত কিশোর। একই সঙ্গে দক্ষিণে ডিএমকে-কেও জয় এনে দেয় পিকের সংস্থা। এরপর থেকেই পিকের মুখে বারংবার শোনা গিয়েছিল ২০২৪-এ বিজেপিকে হটানোর কথা। তবে তাঁর বিজেপি বধের ফর্মুলাতে রয়েছে তৃণমূল, টিআরএস, ডিএমকের মতো আঞ্চলিক দল। সঙ্গে রয়েছে কংগ্রেসও। যদিও কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্কে ছেদ পড়েছে সম্প্রতি। এই আবহে পিকে-র সঙ্গে তৃণমূলের সম্পর্ক বজায় রয়েছে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো।

Related Articles