কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং মন্ত্রী অখিল গিরিকে তার পদ থেকে বরখাস্ত করার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় মন্ত্রী দিল্লীতে এক সংবাদ সম্মেলনে অখিল গিরির বক্তব্যের নিন্দা করেছেন এবং এই দাবী জানান।
মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল রাজনৈতিক আঙিনা। রাজ্য সহ গোটা দেশে প্রতিবাদ শুরু হয়েছে, যদিও পরে ক্ষমা চেয়েছেন অখিল গিরি।
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী অখিল গিরি যেভাবে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, তা নিন্দনীয় ও দুঃখজনক। এটা আশ্চর্যজনক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যিনি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যেই দেশের মহিলা ও আদিবাসী রাষ্ট্রপতিকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করেছেন। এটি স্পষ্টভাবে দেখায় যে পশ্চিমবঙ্গ সরকার এদেশের ১০.৫০ কোটি আদিবাসী জনগণকে আঘাত করেছে এবং দেশের গণতান্ত্রিক বিষয়গুলিকে আঘাত করেছে।”
তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্টিকরণ দেওয়া উচিত্ যে, কার নির্দেশে অখিল গিরি এই বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয় রাজনীতির ঊর্ধ্বে এবং দেশের সর্বোচ্চ পদ, সারা বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করে। এই পদের সমালোচনা করা এ দেশের এবং এদেশের মানুষের জন্য দুর্ভাগ্যজনক। মন্ত্রীর বক্তব্য দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত্ অবিলম্বে মন্ত্রীকে বরখাস্ত করা এবং এমন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া।”
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকার দেশ ও রাজ্যের আদিবাসীদের বিরুদ্ধে এবং তাদের শোষণ করছে। তিনি যে ধরণের ভাষা ব্যবহার করেছেন, তা খুব চিন্তাশীল এবং নিন্দনীয়। তারা তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এবং এখন যখন তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তখন তাঁর বিরুদ্ধে এসব বক্তব্য দেওয়া হচ্ছে।”