Home সংবাদবর্তমান ঘটনা অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মহিলা কমিশনকে চিঠি সৌমিত্রর

অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মহিলা কমিশনকে চিঠি সৌমিত্রর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন মহল থেকে কড়া সমালোচনা করা হচ্ছে ওই মন্তব্যকে নিয়ে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন মহল থেকে কড়া সমালোচনা করা হচ্ছে ওই মন্তব্যকে নিয়ে। বিজেপির মুখপাত্র অমিত মালব্য সেই নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। ধিক্কার জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। রাজ্য সরকারকে আদিবাসী বিরোধী হিসেবেও খোঁচা দিতে শুরু করেছে বিজেপি শিবির। এমন অবস্থায় নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী। কিন্তু তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি লিখেছেন অবিলম্বে অখিল গিরিকে ‘গ্রেফতার’ করার দাবি জানিয়ে। অখিল গিরির বিধায়ক পদ খারিজ করার দাবিও জানিয়েছেন সৌমিত্র। শনিবার সকালে ওই চিঠি পাঠিয়েছেন তিনি।

অখিল গিরির মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অখিলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “একজন আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হতে পারেন, এটাই ভারতবর্ষ। কিন্তু আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তাতে আমি লিখিতভাবে জানিয়েছি জাতীয় মহিলা কমিশনকে, দেশের প্রধানমন্ত্রীকে এবং পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষকে যাতে অখিল গিরির বিধায়ক পদ খারিজ করা হয়।”

Related Articles

Leave a Comment