Home সংবাদসিটি টকস টায়ার জ্বালিয়ে অখিল গিরী প্রকৃতি ছবি পুড়িয়ে অবস্থান বিক্ষোভ BJP-র

টায়ার জ্বালিয়ে অখিল গিরী প্রকৃতি ছবি পুড়িয়ে অবস্থান বিক্ষোভ BJP-র

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর বক্তব্য করায় জল গড়িয়েছে বহুদূর। অখিল গিরির বক্তব্য কে ঘিরে বিরোধীদের চাপের মুখে জোড়া ফুল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর বক্তব্য করায় জল গড়িয়েছে বহুদূর। অখিল গিরির বক্তব্য কে ঘিরে বিরোধীদের চাপের মুখে জোড়া ফুল। ইতি মধ্যেই জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। রবিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত হাঁটা দমদমাতে ডায়মন্ড হারবার জেলা BJP তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাইক রেলি করে হাঁটা দমদমা বাজারে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে অখিল গিরী প্রকৃতি ছবি পোড়ায় । মন্ত্রী অখিল গিরী ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মু কে কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে BJP-র এই কর্মসূচী ।

প্রসঙ্গত, শুক্রবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম হয়ে পড়েন অখিল। দেশের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু সম্পর্কে কুমন্তব্য করে বসেন তিনি। শুক্রবার নন্দীগ্রামে অখিল গিরি বলেন, “কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” যদিও এই মন্তব্য়ের জন্য পরবর্তীতে অনুতপ্ত অখিল গিরি। রাষ্ট্রপতিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়ে ক্ষমা প্রার্থনাও করেছেন রাজ্যের মন্ত্রী।

ক্ষমাপ্রার্থী হয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে এতবার কুমন্তব্য করেছেন যে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি একথা বলেছেন। তবে এই মন্তব্যের জন্য তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু, ইতিমধ্যেই মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। চিঠিতে অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতার ও তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন তিনি। যারমধ্যে তিনি অখিল গিরির বিধায়ক পদ অবিলম্বে খারিজের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Comment