কলকাতা টুডে ব্যুরো: ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতিকে দ্রৌপদী মুর্মু আমাদের পরম শ্রদ্ধেয়। তাঁর সম্পর্কে বিধায়ক অখিল গিরির দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে আমাদের দল এবং স্পষ্ট করে জানাতে চাই, যে আমরা এই ধরনের বিবৃতি প্রত্যাখ্যান করি। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার অপ্রত্যাশীত।’ এই ভাষাতেই দলের মন্ত্রী তথা নেতা অখিল গিরির রাষ্ট্রপতি Draupadi Murmu সম্পর্কে মন্তব্যের তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে এই বক্তব্য টুইট করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য Akhil Giri বলেছেন তিনি অনুতপ্ত। তাঁর মন্তব্য ঘিরে রাজনীতি অবশ্য থেমে থাকেনি। জাতীয় মহিলা কমিশনকে চিঠি লিখে অখিলের গ্রেফতারি দাবি করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিজেপি গলা চড়ালেও দল নির্বিশেষে সকলেই নিন্দা করে অখিলের। বিজেপির তরফে বলা হয়, দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী অংশের মানুষ। সর্বোপরি তিনি মহিলা। তৃণমূলের মন্ত্রীর এই কথাই বুঝিয়ে দিচ্ছে তৃণমূল মহিলা ও আদিবাসীদের কতটা সম্মান করে!
পাশাপাশি সৌমিত্র খাঁ চিঠি লেখেন জাতীয় মহিলা কমিশনকে। অখিলের বিধায়ক পদ খারিজের দাবিও জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। কলকাতায় এ নিয়ে পৃথক কর্মসূচিও করে গেরুয়া শিবির।