কলকাতা টুডে ব্যুরো:পদপ্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলল সরকারপক্ষ এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মূর্মু, দিল্লিতে বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন জেপি নাড্ডা । টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
মঙ্গলবার বিজেপি-র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই এনডিএ নিজেদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। দ্রৌপদী মুর্মু হচ্ছেন বিজেপি সমর্থিত জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী। দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালে ২০ জুন ওডিশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু। তিনি ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পাঁচ বছরের কার্যকালের মেয়াদ পূরণ করতে পেরেছিলেন।
উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে গত নির্বাচনে গেরুয়া শিবির বিপুল সমর্থন পেয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে কোনও মহিলাকে যদি বিজেপি বেছে নেয় সেক্ষেত্রে তা তাঁদের জন্য বড় বার্তা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
Topics
President Election Draupadi Murmu BJP Administration Kolkata