Home সংবাদসিটি টকস ধর্মতলায় বামেদের ইনসাফ সভা

ধর্মতলায় বামেদের ইনসাফ সভা

আনিস খান হত্যা থেকে শুরু করে কলকাতায় ঘটে যাওয়া একাধিক দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে ধর্মতলায় ইনসাফ সভা করছে বামেরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আনিস খান হত্যা থেকে শুরু করে কলকাতায় ঘটে যাওয়া একাধিক দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে ধর্মতলায় ইনসাফ সভা করছে বামেরা। বাম ছাত্র যুবদের দু’টি শাখা SFI এবং DYFI ওই সভার ডাক দিয়েছিল। লাল পতাকায় ঢেকে গেছে ধর্মতলা ওয়াই চ্যানেল। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘পুলিশের মিছিলের অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই। আর যেখানে এক্তিয়ারই নেই, সেখানে বেশি কথা না বলাই ভাল।’’

সূত্রের খবর, মঙ্গলবার এই সভা ঘিরে তিন জায়গায় জমায়েত হতে চলেছে। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন এবং পার্ক স্ট্রিটে বাম ছাত্র-যুবরা জমায়েত করে সেখান থেকে এগোবে ধর্মতলার সভাস্থলের দিকে।বাম ছাত্র যুবদের মিছিল হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে ব্রাবোর্ন রোড হয়ে যাবে ধর্মতলা। নিয়ন্ত্রণের জন্য হাওড়া ব্রিজে পুলিশ আধিকারিকরা। কিন্তু এই মিছিল এবং জনসভা কি সফল হবে? বামেরা যে ইনসাফ বা বিহিতের দাবি করছেন, তা কি সত্যিই পাওয়া যাবে? জবাবে মীনাক্ষী বলেছেন, ‘‘ইনসাফ আমরা সাধারণ মানুষের জন্য গোটা সিস্টেমের থেকে চাইছি। কাজ, কারখানা, শিক্ষার অবস্থা খারাপ রাজ্যে। যে কারণে এখানে সাধারণ ছাত্র যুবরা রাস্তায় দিনের পর দিন বসে থাকছে, যে কারণে আনিস, সুদীপ্ত, মইদুল, বিদ্যুৎদেরকে খুন হয়ে যেতে হচ্ছে। এর তো একটা বিহিত চাই, প্রতিকার চাই। সেই প্রতিকারের জন্যই আমরা রাজ্যের মানুষকে যুবদেরকে সংগঠিত করার কথা বলেছিলাম। ২০ তারিখ ধর্মতলায় সভা করতে চেয়েছিলাম। যাঁরা আসবেন তাঁদেরকে নিয়ে সভা হবে।’’

Topics
Protest Rally DYFI SFI  Administration Kolkata

Related Articles

Leave a Comment