কলকাতা টুডে ব্যুরো: ধর্মতলা চত্বর মঙ্গলবার দুপুরে শুধু লাল পতাকার ভিড়। বাম ছাত্র যুবদের ‘ইনসাফ সভা’। সভা হওয়ার কথা ছিল ধর্মতলার ওয়াই চ্যানেলে। কিন্তু হঠাৎ করেই বদলে যায় সভাস্থল। যেখানে পুলিশ অনুমতি দিচ্ছিল না, সেই ভিক্টোরিয়া হাউসের সামনেই চলে সভা। সভামঞ্চ প্রস্তুত ছিল না ভিক্টোরিয়া হাউসের সামনে। গাড়ির উপরেই অস্থায়ীভাবে সভামঞ্চ বানিয়ে চলে সভা। সেখানে বক্তা হিসেবে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। চারিদিকে তখন তরুণ মুখদের ভিড়। তা দেখে বামেদের আগামী প্রজন্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত মহম্মদ সেলিমও। অস্থায়ী মঞ্চ থেকেই জানিয়ে দিলেন, বাম মানে শুধুই ‘সাদা চুল’ নয়। মহম্মদ সেলিম বলেন, “যাঁরা ১০-১৫ বছর ধরে বলছিল, বামফ্রন্ট মানে, লাল ঝান্ডা মানে সাদা চুল… দেখুন কালো চুলের যৌবনের ঢল। কালীঘাট বলেছিল ধর্মতলায় মিটিং করতে দেব না। আর মীনাক্ষী সৃজন বলল যদি মিটিং করি ধর্মতলাতেই করব।”
ধর্মতলায় বামেদের ইনসাফ সভা একে শাসকদলকে নিশানা করলেন মীনাক্ষী। সৌগত রায়কে নিশানা করে তিনি বললেন, “মাস্টারমশাই বলেছেন আমাদের চামড়ার বিয়ে নাকি পায়ের জুতো তৈরি করবেন সৌগত বাবু একটু দয়া করে আসুন আর পছন্দ করে যান কোন চামড়া চামড়ার রংটা আপনার পছন্দ তারপরে আমরাও দেখব কার চামড়ায় কার পায়ের জুতো হয়।” মীনাক্ষী সভা মঞ্চ থেকে আনিস খান হত্যার প্রসঙ্গ তুলে বললেন, ‘কার জেল হয়েছে আনিস কে খুন করার জন্য যে সিভিক পুলিশ গুলো আজ আমতা থানাতে ঘুরে বেড়াচ্ছে তারা কেন ঘুরে বেড়াবে কার জেল হয়েছে সালমানকে পিঠিয়ে ওর মাথাটা ফাটিয়ে দিল।”
মীনাক্ষীদের সামনে রেখেই এদিন মহম্মদ সেলিম তাঁর কথায় বুঝিয়ে দিতে চাইলেন, বামেদের আগামী প্রজন্ম তৈরি রয়েছে। বিরোধী থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে বামেদের যে খোঁচা দেওয়া হয়ে থাকে তারও জবাব দিলেন এদিন অস্থায়ী মঞ্চ থেকে।
Topics
Protest Rally DYFI SFI Administration Kolkata