কলকাতা টুডে ব্যুরো: ফায়ার সার্ভিসের চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বুধবার টালিগঞ্জ PSC ভবনের সামনে চাকরির দাবিতে শুরু হয় বিক্ষিভ। বিক্ষোভকারীদের বক্তব্য, ১৪৫২ জন পাশ করে বসে আছে। সবাই সিলেক্টেড ক্যানডিডেট এবং মেডিকেলও হয়ে গেছে। কিন্তু কোনভাবেই তাদের নিয়োগ হচ্ছে না বারবার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কিন্তু কোন সূরাহা হচ্ছে না। ডিপ্রেশনে চলে গিয়ে ৩-৪ জন আত্মহত্যা করেছে। তাই আজকে পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। কোন সুরাহা যতক্ষণ তারা না পাচ্ছে ততক্ষণ তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে।তারা আরও জানান, “জয়নিং লেটার থাকা সত্ত্বেও জয়েন করানো হয়নি ফায়ার সার্ভিস চাকরিপ্রার্থীদের। হাইকোর্টে ফেল চাকরিপ্রার্থীরা কেস করে এবং সেই কেসে শুনানি ধীর গতিতে চলছে। যারা সিলেক্টেড চাকরিপ্রার্থী তাদের নিয়োগ হচ্ছে না। একদিকে বয়স বেড়ে যাচ্ছে চাকরিপ্রার্থীদের কবে তারা চাকরি করবে সেটাই এখন বড় প্রশ্ন। তাই তাদের আজকের বিক্ষোভ।”