কলকাতা টুডে ব্যুরো:চাকরির পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ।টালিগঞ্জ PSC ভবনের সামনে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। তাদের বক্তব্য ক্লার্লকসিপ ২০১৯ এর পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করতে হবে এমনি দাবি নিয়ে এবং চোর ধরা জেল ভরো দুর্নীতি মুক্ত নিয়োগ এইসব দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ বলে জানান হয়।
কয়েকদিন আগে অবিলম্বে নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন আইনি জটিলতার কারণে ২০১৯ -র পর নিয়োগ বন্ধ ছিল। তবে জটিলতা কাটলেও নিয়োগ শুরু হয়নি। তাঁরা এও জানিয়েছেন ৯১৭ জনের নাম ছিল প্যানেলে। এই তালিকায় ১০০ জন চাকরি পেলেও বাকিরা কোনও ডাক পাননি। এব্যাপারে একাধিক জায়গাতে আবেদন জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
Topics
PSC Protest Rally Administration Kolkata