কলকাতা টুডে ব্যুরো:দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাত্রী গুড়প্রীত কৌর।গুড়প্রীত কৌর পেশায় চিকিৎসক। ভগবন্ত মানের প্রাক্তন লোকসভা কেন্দ্র সঙ্গরুরে প্র্যাকটিস করতেন তিনি। ২০১৪ সালে সঙ্গরুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর গান ও অভিনয়ের জগৎ থেকে সরে আসার সিধান্ত নেন মান। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর প্রথম পক্ষের স্ত্রী। ৪৮ বছর বয়সে মুখ্যমন্ত্রীর প্রথম বিয়ে ভাঙে।
আরও পড়ুনঃ টেট দুর্নীতি মামলায় মানিক-রত্নার বাড়িতে সিবিআই-এর তল্লাশি অভিযান
তাঁদের দুটি সন্তান রয়েছে। মেয়ে সিরাত কৌর মান (২১)। ছেলে দিলশান সিং মান (১৭)। গত মার্চে ভগওয়ান্ত মানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর দুই সন্তান।