Home সংবাদসিটি টকস ‘আমার এখনও দুঃখ হয় নোবেল প্রাইজটা এখনও উদ্ধার হয়নি ,’ মমতার আক্ষেপ

‘আমার এখনও দুঃখ হয় নোবেল প্রাইজটা এখনও উদ্ধার হয়নি ,’ মমতার আক্ষেপ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবীন্দ্রজয়ন্তীর সরকারি অনুষ্ঠান থেকে ফের নোবেল চুরির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন নোবেলের বিষয়ে।

মমতার গলায় শোনা যায় আক্ষেপের সুর। বলেন,” আমার এখনও দুঃখ হয় নোবেল প্রাইজটা এখনও উদ্ধার হয়নি বলে। এটা বামফ্রন্টের সময় চুরি হয়েছিল। সেই সময় সিবিআইকে দেওয়া হয়েছিল তদন্তভার। কিন্তু সম্ভবত সিবিআই কেসটা ক্লোজ করে দিয়েছে।”

মমতা বলেছেন,” বিশ্বকবি সম্পর্কে বলা আমাদের সাজে কিনা জানি না। উনি এতটাই বড়। অনেক সমুদ্র আছে যার গভীরতা মাপা যায় না। তবুও আমরা বেঁচে থাকি তাকে নিয়েই। আমি এখনও মনে করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না জন্মালে বাংলার নব-জাগরণ সম্পূর্ন হত না। যারা বিভেদকমি শক্তির কথা বলে তাদের বলি, রবীন্দ্রনাথ আমাদের একতার কথা শুনিয়েছিলেন। বিশ্বকবি আমাদের জীবনের ধ্রুবতারা।”

 

Topics

Rabindranath Tagore  Mamata Banerjee CM Administration Kolkata

 

Related Articles