কলকাতা টুডে ব্যুরো:মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে প্রতিবাদে পথে নামছে কংগ্রেস। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও ও রাষ্ট্রপতি ভবন অবধি মিছিল করার পরিকল্পনা রয়েছে কংগ্রেস নেতা-সমর্থকদের। যদিও দিল্লি পুলিশের তরফে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।
এদিন রাহুল গান্ধী বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, “আমরা গণতন্ত্রের মৃত্যু দেখছি। সাত দশক ধরে আমরা এক একটা ইট জুড়ে গণতন্ত্র তৈরি করেছিলাম, তা পাঁচ বছরেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের চোখের সামনে গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে। যারাই একনায়কতন্ত্রের চিন্তাধারার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের উপরই নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে এবং মারধর করা হচ্ছে।”
তিনি বলেন, “হিটলারও তো নির্বাচন জিতেছিল। কীভাবে তিনি সেই নির্বাচন জিততেন? কারণ জার্মানির প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপরে তাঁর নিয়ন্ত্রণ ছিল। আমার হাতে নির্বাচন ব্যবস্থা তুলে দিন, আমি দেখিয়ে দেব কীভাবে নির্বাচন জিততে হয়।”
রাহুল আরও বলেন, “বিরোধী দলগুলিকে তাদের দাবি-দাওয়া ও বক্তব্য তুলে ধরতে দেওয়া হচ্ছে না কারণ সরকার সাধারণ মানুষের সমস্যা যেমন মূল্যবৃদ্ধি, বেকারত্বের কথা শুনতে চায় না। তারা কেবল ৪-৫ জনের স্বার্থসিদ্ধির জন্য কাজ করছে এবং দুইজনের নেতৃত্বে বড় বড় ২-৩ জন শিল্পপতির জন্য সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, “প্রত্যেকটি স্বাধীন প্রতিষ্ঠান বর্তমানে বিজেপি ও আরএসএসের অধীনে রয়েছে। আমার কাজ হল আরএসএস-কে আটকানো এবং তা করবই। আমি যত এই কাজ করব, ততই আমার উপরে আক্রমণ বাড়বে।”
ইডির ভূমিকায় ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড বিল্ডিংয়ে ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করে দেওয়ার ঘটনায় রাহুল জানান, এই ধরনের পদক্ষেপে তিনি মোটেই ভীত নন।কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করে চুপ করাতেই এই ধরনের পদক্ষেপ বলে মনে করছেন তিনি। কেন্দ্র যা খুশি করতে পারে বলে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাহুল।
Topics
Rahul Gandhi BJP Congress Administration Kolkata