কলকাতা টুডে ব্যুরো:আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি হবে 16 তারিখ বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যেহেতু পাঁচ দিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর ফলে দার্জিলিং এবং কালিংপং ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গের সমস্ত নদী তিস্তা তোর্সা জলঢাকা কালচিনি এইসব নদীতে জল স্তর বৃদ্ধি পাবে। নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা চাষবাসের ক্ষতির সম্ভাবনা। দৃশ্যমানতা ও পাহাড়ে অনেকটাই কমবে। 24 ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই কিন্তু 24 ঘন্টা পর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে কিছু অংশে আগামী 16 তারিখ মৌসুমী বায়ু প্রবেশ করবে ও উত্তর বঙ্গের বাকি যে জেলায় বর্ষা ঢোকেনি সেখানেও বর্ষা প্রবেশ করবে 16 তারিখ। দক্ষিণ বঙ্গে বর্ষা প্রবেশ করবে একটু দুর্বল ভাবে। দক্ষিণবঙ্গে 16 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না । তবে 24 ঘন্টা পর থেকে মেঘাচ্ছন্ন হবে তারপরে তাপমাত্রা সামান্য কমতে পারে ।বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হলে আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা কমবে। এই মুহূর্তে আদ্রতা জনিত অস্বস্তি অনেকটাই বেশি, কলকাতার রাতের তাপমাত্রা অনেকটা বেশি।