Home সংবাদআবহাওয়া দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত ১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে আর দুদিনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ে।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।

 

 

পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার এই তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০%।

Related Articles

Leave a Comment