কলকাতা টুডে ব্যুরো:আগামী ২৪ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় জারি করা হয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। ইতিমধ্যে শহর কলকাতায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। গোটা দক্ষিণবঙ্গেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী রবিবার পর্যন্ত ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে আগামী ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে।
আরও পড়ুনঃ চার ঘণ্টা পরে পরেশ অধিকারী CBI দফতর থেকে বের হলেন
আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সুতরাং, বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও এখনই যে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে না হাওয়া অফিসের ইঙ্গিতে তা স্পষ্ট।