Home বিনোদনবলিউড প্রয়াত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব

প্রয়াত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব

কৌতুক জগতে আবারও এক নক্ষত্রপতন। প্রয়াত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব। ১০ ই আগস্ট বুধবার হৃদরোগে অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কৌতুক জগতে আবারও এক নক্ষত্রপতন। প্রয়াত কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব। ১০ ই আগস্ট বুধবার হৃদরোগে অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব।

জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন সেখানে। আর প্রতি মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্ত্রী শিখা শ্রীবাস্তব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অপেক্ষা করেছিলেন রাজুর ফিরে আসবে। স্বামীর প্রয়াণে ভেঙে পড়েছেন শিখা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কথা বলার অবস্থায় আমি নেই। কী-ই বলতে পারি? ও অনেক লড়াই করেছে। ভেবেছিলাম, সব বাধা কাটিয়ে ও ফিরে আসবে। কিন্তু সেটা হল না। ও সত্যিই একজন লড়াকু মানুষ ছিল।’

চিকিৎসক অনিল মোরারকা রাজু শ্রীবাস্তবের বহু দিনের বন্ধু। তিনিই দিল্লিতে কৌতুকাভিনেতা চিকিৎসা করছিলেন। অনিলের কথায়, ‘রাজু আর আমি কলেজ জীবনের বন্ধু। ৩৭ বছরের বন্ধুত্ব আমাদের। আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। ভাবিনি সাফল্য পাব। রাজু ভাইয়ের জন্য আমরা গর্বিত। ওঁর আত্মার শান্তি কামনা করি।

Topics

Raju Srivastva Actor Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles

Leave a Comment